অবাক বিস্ময়ে আমি শুধু
তোমাকে দেখি।
হঁ্যা- আমি শুধু তোমাকেই
দেখি স্বাধীনতা।
আমি ভীষণ ত্যক্ত বিরক্ত শুধু
নিজেরই ওপর।
কিসের এত দ্বন্দ্ব, দ্বিধা, ভয়
জড়তা, আড়ষ্টতা?
স্বার্থপরতার শৃঙ্খলে আবদ্ধ
আমি, তুমি, সে
হঁ্যা হলফ করেই বলছি
আমরা সবাই।
বিষয় বিষে অবশ দেহ মন
নির্বোধ বিবেক বুদ্ধি।
কোথায় পাবো অচল মস্তিষ্ক
সচলের দাওয়াই?
গগনবিদারী চিৎকারে ডাকছি
স্বাধীনতা দেখো
আমার মুখে কুলুপ, হাতে শেকল
পায়ে ডান্ডাবেরি।
আমি কিংকর্তব্যবিমূঢ়, বধির
অচল, জড়পদার্থ।
মানুষ নামের দেহ সর্বস্ব মানুষ
অকর্মন্য, ভারী।
স্বাধীনতা কোথায়-কোথায় তুমি
একাত্তরের রূপরেখায়
ফিরে এসো ফিরে এসো
আবার।
শৌর্যেবীর্যে রক্তে পূর্ণতা নিয়ে
সমূর্তিতে আবির্ভূত হও
গর্জে ওঠো আমার চেতনায়
আরও একবার।