অনির্দিষ্ট গন্তব্যে
প্রকাশ | ০২ আগস্ট ২০২৪, ০০:০০
বজলুর রশীদ
যুদ্ধের ডামাডোলে
পড়ে থাকে রক্তভুক কার্তুজ,
বাতাসে মাংস পোড়ার গন্ধ।
আর কতটুকু উদ্ধাস্তু কত হলে
ফিরে পাবে প্রেমিক যুগল,
বেঁচে থাকবে বন্ধুত্বের ইতিবাচক প্রভাব;
কোন সে মায়ায় কাঁদি অহর্নিশি
মনুষ্যত্বহীন সভ্যতার ভেতর
আমি কতটুকু জেনেছি
ইসরায়েলের দখলদারত্বের খবর,
ফিলিস্তিনির শেকড়ের কথামালা!
অতঃপর, দূরত্বের ব্যবধানে আমরা হতাশ,
বদলে যায়নি অশান্তির পথ।