রাতের হৃদয় কাঁপে পিচঢালা রাজপথে
কেঁদে উঠে ইট সুঁড়কির মন
ঘোর অমানিশা দানা বাঁধে মেঘের শরীরে;
মধ্যাহ্ন রোদের তীব্র তাপে লুটিয়ে পড়ে গুলি
তরুণের বুক ভেদ করে গুলি ছুটে চলে
তাজমহল পিরামিড আইফেল টাওয়ার নয়
ছুটে চলে ওভারব্রিজ আর প্রধান ফটকের নেইমপেস্নটে
মায়ের বুকে আর্তনাদ নিঃস্ব পিতার চোখ
সময়ের বুক ঝাঁঝরা করে দিয়ে
নির্বাক চোখ মেলে ডিজিটাল জগৎ।
আর্তচিৎকারে নীড় ছেড়ে পালায় পাখি
মানবিক মানুষ পুষে রাখে পশু
পথের নিশানা কোথায়
কে জ্বালাবে আলো
ঘোরতর অমানিশায় আলো কোথায়!