আঁচলে ঢাকা ফুল

প্রকাশ | ০২ আগস্ট ২০২৪, ০০:০০

আহমাদ কাউসার
আঁচলের নিচে জুঁইফুলের পাপড়ি বেয়ে চুঁইয়ে পড়ে নোনতা নোনতা ঘ্রাণ। জেগে ওঠে চুপসে যাওয়া পুরুষত্বের নিউরণ। কাব্যকলার নান্দনিক পঙক্তির মতো মন কেড়ে নেয়: তোর কারুকার্য খচিত শরীর। সমুদ্রের বুকে নেমে আসা আকাশের মতো নীল শাড়ির ভাঁজে লুকিয়ে রেখেছো জুঁইয়ের মতো আরো কত ফুল। অধিকার যার সেই শুঁকে ঘ্রাণ।