মন ভেঙেছে কাছের যত ভুলের তোড়ে,
তবু বেঁচে সেই মনেরই প্রবল জোড়ে
দিন কাটছে রাত পেরুয় কিসের ঘোরে
খুবই হতাশার আগুনে হৃদয় পোড়ে।
নিঃসঙ্গ হলাম স্বপ্নগুলো চিৎকার তোলে,
বিস্ময় ভরা ইচ্ছেরা গোপনীয়তা খোলে
আশাগুলো সুখ নিদ্রায় ব্যর্থতার কোলে
স্মৃতিগুলো বর্তমান পেয়ে অতীত ভোলে।
সবার সঙ্গে অসন্ধি থাকছি দ্বন্দের ধোনে,
আমার কথা তার মর্ম কেউ না যে শোনে
কি পেয়েছে কি পায়নি হিসাব শুধু গোনে
পড়ে থাকি বন্ধ আঁধার ঘরেরই কোনে।
ভঙ্গুর মন তবু ভুলেরই দিকে ছোটে,
ইচ্ছে যে প্রকৃতির ঋণে ফুল হয়ে ফোঁটে
সময়ের সঙ্গে রূপ সুষমারই জোটে
আমার নিষেধাজ্ঞা পণ শুনে না মোটে।