বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সমাহিত জল এবং দ্রোহ

জসীম উদ্দীন মুহম্মদ
  ০২ আগস্ট ২০২৪, ০০:০০
সমাহিত জল এবং দ্রোহ

কেউ পড়বে কি পড়বে না এইসব পচাবাসি ভেবে

একজন কবি কোনো দিন কবিতা লিখেন না

একজন কবি হলেন একজন প্রকৃত মালী

তিনি জানেন, মধু থাকলে মৌমাছিরা কাছে আসবেই

চারদিকে গুনগুন আওয়াজের আগুন ভাসবেই!

তবুও মাঝে মধ্যে কিছু কিছু শব্দেরা ভাঙারি হয়

দ্রবীভূত জলে ভিজে শব্দ পোড়া গন্ধ হয়

তবু কখনো থাকতেই পারে যোগ কিংবা বিয়োগ

তবু যিনি কবি, করেন না কোনো অভিযোগ!

অবশ্য সমাহিত জল এবং দ্রোহ একই মুদ্রার পিঠ

যদিও কবিরা কখনো খুলতে পারেন না শব্দগিঁট!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে