বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

আমাদের গ্রামের পাকা রাস্তাটি

দিলীপ কির্ত্তুনিয়া
  ০২ আগস্ট ২০২৪, ০০:০০
আমাদের গ্রামের পাকা রাস্তাটি

একটা ভারী মিষ্টি পাকা রাস্তা হয়েছে আমাদের গ্রামে।

যোগাযোগ ব্যবস্থায় এনেছে বিপুল পরিবর্তন।

মানুষ গাড়িতে চলাচল করে... গ্রামের মানুষ।

দিব্যি ছুটে যায় অল্প সময়ে বেশি দূরত্বে।

মোটর সাইকেলধারী গায়ে হাওয়া লাগিয়ে ছুটতে থাকে।

বাধাহীন নিষেধহীন একটা পথ- যেন তারা অনেক স্বাধীন।

এই চলার রাস্তা- পায়ে চলার রাস্তা একটা ফুটফুটে

শায়িত মানুষের মতো শুয়ে থাকে।

তার উপর দিয়ে অসংখ্য চলাচল

খুঁজে পায়- যায়- ছোটে নির্ধারিত গন্তব্যে

চাহিত ঠিকানায়।

এই পথ- পিচ ঢালা পথ- শুধু যোগাযোগ নয়

দেখিয়েছে জীবনের পথ-

বেঁচে থাকার রাস্তাও হয়ে উঠেছে এই কঠিন মাটি।

এই রাস্তার কল্যাণে জীবিকার পথ খুলে গেছে

বহু মানুষের।

তারা ভ্যান গাড়ি, ইজিবাইক চালায়।

খুলে গেছে ব্যবসার অবারিত দ্বার।

এই পথ শুধু পায়ে চলার পথ হয়ে আলো ছড়াচ্ছে

তাই নয়... এই পথ মানুষকে নিয়ে গেছে

বহু বেঁচে থাকার পথে,

জীবিকা নির্বাহের আনন্দলোকে।

এই পথের হাত ধরে এসেছে অর্জনের পথ।

এই পথের গুরুগম্ভীর মহিমায়

মানুষ খুঁজে পেয়েছে নব উদ্যম

উৎসাহের জোয়ার... প্রেরণার মন্ত্র।

এই পথ ডেকে নেয় কাছে

আর বলে- ছোটো-ছোটো... অনেক দূরে গভীরে

যত দূরেই পারো...

আর নিজেকে খুঁজে আনো

জীবনের সুখ খুঁজে আনো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে