দৌড়

প্রকাশ | ২৬ জুলাই ২০২৪, ০০:০০

হাশিম কিয়াম
দৌড় থামাও, অজস্র গ্রহে লেগে আছে তোমার ক্লান্তির ছাপ, হাঁটু গেঁড়ে বস গুপ্ত নদীর পাড়ে বুক ফেড়ে ধুয়ে নাও জমাট ব্যথা, এক ডুবে চলে যাও নদীর গভীরে, দেরিতে ঘুম ঘুমিয়ে নাও একাকিত্বের গলা ধরে স্রোতের পিঠে স্রোত হয়ে মিশে যাও সাগরের নীলে বেদনার ফেরিওয়ালা, ঢেউয়ের সাথে ঢেউ ঘসে ফোটাও আজিব ফুল যার রেণুর স্পর্শে আত্মার অন্ধকার দ্বীপ জ্বলে উঠুক ঘুমন্ত আগ্নেয়গিরির মতো এবার নিজের ছায়ার সাথে পালস্না দিয়ে পেছন দিকে দৌড়াতে থাক যতক্ষণ না মায়ের গর্ভে ফেলে আসা কচি ছায়া তোমাকে থামতে বলে