আমি কবি

প্রকাশ | ২৬ জুলাই ২০২৪, ০০:০০

তপন কুমার দাশ
আমি যখন চুপটি করে থাকি তুমি তখন বলো, কবি! আবার যখন বসে আঁকি-ঝুঁকি করি চোখের কোলে আলোর নাচন তুলে হাতের তালুয় মাথা রেখে একটুখানি হেলে বলো, জ্যাক ড্যায়জন! আমি যখন তোমায় কাছে ডাকি উদাস দুপুর কিংবা নিঝুম রাতে আমি যখন দু'হাত পেতে থাকি, পাব বলে একটুখানি ছোঁয়া! তুমি তখন কেবলই এক ছবি- আমি কবি!