আবু হেনা মোস্তফা কামালের কবিতা

প্রকাশ | ২৬ জুলাই ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
নাই বাড়ি ফেরার তাড়া আমার একলা একা চলা, আর একলা কথা বলা; লাল চায়ের কাপে চুমুক, টং দোকান, কুপি জ্বলা। আমি একলা পথের পথিক, যাব পথের শেষের বাড়ি; যে জীবন মরা মরা, তার সাথে কিসের আড়ি? আমি শুকনো পাতার ছায়া, আর শিমুল তুলার মায়া; নিছক স্বপ্ন বুনন, যেন স্বচ্ছ কাঁচের ছায়া! আমি ফুল ছাড়া এক বাগান, সেই বাগান মালি ছাড়া; যাব পথের শেষের বাড়ি, নাই বাড়ি ফেরার তাড়া।। গলা সমাচার চোরের মায়ের বড় গলা, চোরেরটা কি ছোট? ডাকাতের মা কেমন গলার? চোগলখোরের খাটো? ঘুষখোর হয় নরম গলার, সুদখোর শুধু চেঁচায়, দালালের স্বর উঁচু নিচু, মাথার মগজ বেচায়। রাজনীতি-পলিটিক্স রাজনীতি আর রাজনীতি নাই, হইছে এখন পলিটিক্স। আসল-নকল-হাইবিরিডে পলিটিক্স তো মাখাই মিক্স! ঘরে কিংবা হাটবাজারে, পলিটিক্সের একই হাল। ধর্মের রঙ কেউবা মেশায়! জীবিকাটাই আসল চাল! বিবর্তন ভাগের মায়ে গঙ্গা হারা,গঙ্গা আমার পদ্মা নাম, পদ্মায় হয় স্বাদের ইলিশ, ইলিশ মাছের অনেক দাম! দামের ইলিশ দাদার থালায়! দাদার ভাইয়ে কাটে ঘাস, কাটা ঘাসের পাতায় আগুন, পাতা ঝরায় ফাগুন মাস।। ঘর জামাই কেউ করবে বর্গা নিয়ে শ্বশুরবাড়ির জমি চাষ, বাঁশের থোপে মুতবে আবার একটু পরে কাটবে বাঁশ! কেউ করবে দালালগিরি কথায় কথায় চাটবে গা, আপন তালে ঢোল বাজাবে স্বার্থ হলে টিপবে পা! কেউ সাজবে মোড়ল আবার শুয়োর গাধা কুত্তা কেউ। কালু ডাকে লেজ নাড়াবে লাত্থি দিলে করবে ঘেউ! কারো আছে অনেক কামাই কেউ যাযাবর নাই কামাই, অলস বেটা নিঃস্ব ফকির থাকুক মজার ঘরজামাই।। জিলাপির পঁ্যাচ আড়াই জিলাপির পঁ্যাচ আড়াই হলে আমার মনে পাঁচ, জন্মের পর বুঝ আসিলে করেছিলাম আঁচ! পঁ্যাচের ফাঁকে ঢুকে দেখি দেয়াল পিঠের পিছে, এতদিনের এত্ত ঋণের সবই এখন মিছে। মিছে জীবন রসের বচন সত্য গাছে তোলা, পঁ্যাচুক আমি আমার জীবন অবুঝ আত্মভোলা! জিলাপির পঁ্যাচ আড়াই যখন আমার হলো ছয়, পঁ্যাচ ছুটাতে ঘামছি ভীষণ, জুতার তলা ক্ষয়।।