জ্যামিতিক বিন্দু

প্রকাশ | ২৬ জুলাই ২০২৪, ০০:০০

সারমিন চৌধুরী
সময় বেগে চলে বহমান নদীর পিছু আমরা আটকে গেছি জ্যামিতিক বিন্দুতে কথনশৈলী নিষুপ্তি পড়ে নিভৃতে ধুলোয় মলিন আমাদের বোধের ধূসর পান্ডুলিপির ন্যায় অরসিক আঁধারে ডুবে আছে রঙহীন, সম্ভবত ভালো আছি হয়তোবা নিরানন্দে তবু জীবন নাট্যমঞ্চে হাসিমুখে হজম করি গরল। শিরদাঁড়া মাংসপিন্ডের ভূখন্ডে লুকিয়ে কেঁচোর মতো লুটোপুটি খায় এদিকসেদিক সেই অতীত দিনগুলোর কথা বলছিলাম, আমরা এখন আমি হয়েই বেঁচে আছি কস্মিনকালে মিলন হলো না কভু আমাদের যেমন মধ্যমা ছুঁতে গিয়ে বিন্দুকে বিফল হয়েছে।