শ্রাবণ সন্ধ্যায়

প্রকাশ | ২৬ জুলাই ২০২৪, ০০:০০

আসাদুজ্জামান খান মুকুল
শ্রাবণের অঝোর ধারা ঝরছে কোনো এক সন্ধ্যায়, ধীরে ধীরে গোধূলির ক্ষণে মুড়িয়ে দিয়েছে আঁধারের চাদর। কেমন যেন সুনশান নীরবতা, কেবল একপেশে চলছে রিমঝিম বৃদ্ধির আওয়াজ। মৃদু সমীরণে কদমের সৌরভে মুখরিত চারদিক। মায়াবী লগনে মোহিত হয়ে বসে আছি জানালের পাশে। মন ময়ূরী পেখম তুলে নেচে ওঠে অদম্য এক যৌবনে! বর্ষার রূপে মোহিত হয়ে শূন্য মননে সৃষ্টি করে অনন্য এক নৃত্য কলা। হারিয়ে যাই স্বপ্ন লোকের ক্ষেমে, অপলকে অক্ষিকোটরে ভেসে ওঠে প্রিয়তমার মায়াবিনী মুখখানি। কোনো এক কালে যে ছিল প্রণয়ের ডোরে বাঁধা, প্রণয়ের বাঁধন ছিন্ন করে আজ সে চলে গেছে বহুক্রোশ দূরে। নয়নের লোনাজল নির্গত হয়ে বৃষ্টিবারির সাথে একাকার, এমন শ্রাবণ বরষায় মন চাহে প্রিয়া কাছে এসো একবার !