বর্ষা ও নদী

প্রকাশ | ২৬ জুলাই ২০২৪, ০০:০০

কনক কুমার প্রামাণিক
বর্ষাকালে নদীর জল টইটুম্বুর করে আষাঢ় মাসে বর্ষাতে, নদী যায় ভরে। শুষ্ক নদী যৌবনা হয় বর্ষা এলে পরে পরিপূর্ণা হয়ে নদী, জল আসে চরে। অবিরাম বারিধারা ডেকে আনে বান নিঃস্ব হয়ে কৃষকের অতিষ্ঠ হয় প্রাণ। বৃষ্টি জলে মনের সুখে ব্যাঙ গায় গান মরা গাঙে প্রাণ আনে নব বর্ষার দান। স্রোতের টানে ভেসে যায় কত বাড়িঘর থামায় না সে চলার গতি চলে খরতর।