উপাখ্যান

প্রকাশ | ২৬ জুলাই ২০২৪, ০০:০০

সোহেল রানা
বৃষ্টি পায়ে হেঁটে আনন্দচিত্তে রোদের কাছে যায়। আর ফরসা আকাশে কখন যে মেঘ হয় তা কেউই বলে দিতে পারে না। বৃষ্টি-রোদের মেলবন্ধে আকাশ আগুনে পুড়ে যায়! আহা তা যদি বুঝত : 'রোদ-বৃষ্টি' আকাশের আরক্তিম অভিব্যক্তি! তাহলে রচিত হতো না প্রেমের বিধূর উপাখ্যান।