তোমাকে পেতে বরাবরই ছুটেছি তোমার দিকে
আজ আমার কানে কানে কে যেন বলল-
দাঁড়াও যুবতী!
নবযৌবনা তুমি, এভাবে ছোটো না
পিছলে পড়লে অযোগ্য পুরুষ
ঝাপটে ধরতে পারে বাঁচানোর অজুহাতে
হয়তোবা কামুকি ঝড়ে বানভাসি হবে!
কুমারিত্ব রক্ষায় বিষাদে ভরে উঠবে অবয়ব
অতঃপর দহন জ্বালা...!
তোমার মন চায় সেই যুবককে
যার গলার আওয়াজে সৃষ্টি হয় অসংখ্য গান কবিতা।
অবয়বে উৎপাদন হয় ফুলের মধু অপেক্ষা মিষ্টি মধু।
না, এভাবে ছোটো না
এখনো হয়নি সময়, সমরে যাবার...