তুমি খুব সুন্দর করে হাসো
তোমার মতোন হাসতে পারে ক'জন?
হেসেছিল শুধু পূর্ণিমারই চাঁদ
তুমি তো তাও করে দিলে ম্স্নান।
তুমি খুবই ভালোবাসতে পার
তোমার মতোন এত্ত করে ভালোবাসে কেউ?
যতই বাসুক লাইলী-মজনু, দেবদাস-পার্বতীরা
কেউ বাসে না তোমার মতো এত
সবচেয়ে ভালোবাসো একমাত্র তুমি।
তোমার মতোন বুকের ভেতর এত বেশি প্রেম
কেউ কখনো পৃথিবীতে রাখেনি তো জমা
প্রেম যমুনায় প্রেমের পানি ধরবে কতটুকু?
তার চেয়েও ধারণ কর তুমিই অনেক বেশি।
তোমার মতোন নেই তো কেউই হৃদয়পুরে মনের মতোন স্বজন
নীল আকাশে যেমন থাকে চাঁদ, সুরুজ ও তারা
আজ তাদেরও মানতে হলো, তোমার কাছে হার!
কেউ কখনো তোমার মতোন তুলেছে কি
উথাল-পাথাল মনমাতানো ঢেউ?
সমুদ্রও স্বীকার করতে রাজি
ঢেউ তুলতে দ্বিতীয় নেই তোমার।