শ্রাবণের অঝোর ধারায় নেমে দেখি-
পাখির পালক বরফের মতোন গলে যাচ্ছে!
পাতার রোদ্দুর চোখের কাছাকাছি,
বিরহের জলেই পুড়ছে বৃক্ষ?
থইথই জলের প্রান্তর শেষে অবলা নদীও
একা একা নিভৃতে জ্বলছে?
শ্রাবণের সাদা ধোঁয়া ওড়ছে- কোনদিকে?
ঢলে পড়ে আকাশের পা চুপচাপ,
বাতাসের ডানা থেমে যায় পাহাড়ের কিনারে,
ঝর্নার গানে গেয়ে ওঠে শ্রাবণসন্ধ্যা!
দুয়ার খুলে শ্রাবণসন্ধ্যা ঢুকে গেলে ঘরে
আমি এলোমেলো হই স্মৃতির শহরে!