শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

সুখ খুঁজি

হাসনা হেনা
  ০৫ জুলাই ২০২৪, ০০:০০
সুখ খুঁজি

প্রবল ঝড়েও হাসতে থাকে দূর্বাঘাসের সারি,

মাটির সাথেই সুখের জীবন, নেইতো বাড়াবাড়ি।

ঝড়ের চোটে ভেঙে পড়ে মস্ত গাছের ডাল,

ভাঙার ভয় থাকে না ঘাসের, সুখেই চিরকাল।

বড় হওয়ার দম্ভে থাকা বিশাল ঘাসের চূঁড়,

প্রবল ঝড়ে নোয়ায় মাথা ঘাসের ওপর।

ঝড় যখন ঘাড় মটকায় আকাশ খোঁজে মজা,

বুকটা পাতে ঘাসের মাটি শিকড় রাখে তাজা।

ওপরে উঠার সিঁড়ি বাইতে রাখ যতই তর,

বেশি পাওয়ার বেশি দুঃখ থাকবে জীবন ভর।

বেশি সুখ দুঃখ বাড়ায় নাড়ায় কলকাঠি

সুখ খুঁজি অল্প পাওয়ায়, থাকি পরিপাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে