শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

অভিজ্ঞান

অমল বড়ুয়া
  ০৫ জুলাই ২০২৪, ০০:০০
অভিজ্ঞান

জীবন কেবল হারায়-

কিছু সময়, ধূসর হওয়া স্বপ্ন,

আলিএঁ কালিএঁ ফুরিয়ে যায় দিনমান-

আয়ু রেখা-

অতঃপর হেঁটে যায় পৃলসিরাতে।

বিজিগীষার জিঘাংসায় ধাবিত প্রণয়ে

অমৃতের খোঁজে কেটে যায়,

মোহ চাঁদোয়ার স্ফুরণে

জাগে জিজীবীষা,

বিভ্রমে বিদিশায়

অসীমের নিঃসীম কৃষ্ণগহ্বরে

যাযাবর নিফাক নিঃশ্বাস ক্ষয়ে যায়

নিঃক্ষত্রিয় কায়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে