শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

সন্ধ্যা রেখে এলাম নদীর কাছে

রহমান মুজিব
  ০৫ জুলাই ২০২৪, ০০:০০
সন্ধ্যা রেখে এলাম নদীর কাছে

সন্ধ্যা রেখে এলাম নদীর কাছে

এবার জোনাক শিল্পে জ্বলে যাবে মিথের গ্রাম

নির্জন এই বনকুটিরে কে থাক, কোন শুদ্ধচারী

ভোরের হাওয়ায় উড়াবে আজ মিনান্নাউম

হাতের রেখায় আঁকাবাঁকা নদী, তার বাঁকচিহ্নে

জমাট বেঁধেছে শেওলা রাগের ভৈরবী, কত আর

নির্জনে কুড়াব প্রেমের অধরা বকুল

দু'টি বরফকলে রাত চাষ করে দেখি

বিসর্জনের ফুলে সাজানো আমার জীবনচিতা

জ্বলছে সন্ধ্যা, নদীর বুকে...

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে