মোহাম্মদ রফিকুল কাদেরের কবিতা
প্রকাশ | ০৫ জুলাই ২০২৪, ০০:০০
মানবজনম
ষাট-সত্তর-আশিতেই জীবনাবসান,
আয়ু অতি ক্ষীণ,
কৃতকর্ম গুণে কেবলই স্ম'রি দুইদিন,
আর বাকি সব লীন,
দিনপঞ্জির পাতাজুড়ে- জ্বলজ্বল করে
কেবলই জন্ম ও মৃতু্যদিন।
আহ্বান
অতঃপর ভুলোমন শিশুদের মতো
হও সহজ হও সরল,
ভুলে যাও অন্যের দেয়া আঘাত,
সরাও হৃদয়ের গরল;
ভুলে যাও প্রত্যাঘাতের সংকল্প,
ভুলে যাও হিংসা-দ্বেষ
হৃদ-কুসুমের সুবাস ছড়িয়ে দাও- অমলিন
প্রীতির রেশ।
ইতিহাসের পুনর্পাঠ
অসি আর মসি দিয়ে প্রতিনায়কগণ
তৎপর বদলাতে ইতিহাস,
আমি প্রাগৈতিহাসিক পাঠক-পর্যটক হয়ে
করি আজ ইতিহাসের পুনর্পাঠ।
ত্রেতাযুগে বারণের স্বর্ণালংকার
বসত করে ঘরের শত্রম্ন বিভীষণ,
রাজা রামের পক্ষ নিয়ে প্রতিনায়ক তিনি,
যখন সীতা হলো হরণ।
সিরাজের গলায় খঞ্জর চালায় মোহাম্মদী বেগ,
মসনদ কাড়ে মীরজাফর,
আলমগীরের কুচক্রে নিজে গড়া লালকিলস্না হলো
বাদশা শাহজাহানের কয়েদ ঘর।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
বাঙালির সহস্রাব্দের মহানায়ক,
তবে কারা বিশ্বাসঘাতক-খুনি,
কারা ইতিহাস বদলের খলনায়ক?
দিকে দিকে ইতিহাসের বিকৃতির
বাজে কত বাদ্য বাজে কত ঢাক,
যুগে যুগে খলনায়ক বিভীষণ, মীরজাফর, আলমগীর,
তাহের ঠাকুর, খুনি খন্দকার মোশতাক।
সবিনয় নিবেদন
দিনবদলের পালায় আজ তোমার মন বদলের সুর,
তোমার পথ সরে গেছে আমার পথ হতে দূর-বহুদূর।
বদলেছো তুমি হারিয়েছে তোমার মনে পড়ার স্বভাব
ব্যস্ততার বাহানা সদা তোমার সময়ের বড় অভাব।
আমার হয়ে সুবাস ছড়াবে না আজ শিউলি বকুল,
শোকাতুর আকাশও হারাবে না জানি তারার ফুল।
ব্যর্থ আয়োজনে পসরা সাজায় পথভোলা দীর্ঘশ্বাস,
খোঁজে না আমায়, তোমার অনুগামী লিলুয়া বাতাস।
পাষাণহিমবাহ হয়েছে তোমার কোমল সফেদ হৃদয়,
জানি- টলবে না পাষাণ এই মর্মরের হবে না ক্ষয়।
তবু ফিরে ফিরে আসি তোমার অন্ধগলির বন্ধ দ্বারে
তোমার ভুবনে মধুর বসন্ত, অঘোর বরষা এই পারে।
জানি বদলাবে না তোমার নতুন পথ আর শপথ
বিবর্ণ চাঁদের জোছনার বিষাদে হৃদয়ে জাগে ক্ষত।
আজ রৌদ্রতাপের ক্লান্তিতে ভোরের বিষণ্ন শিশির
ব্যর্থ আয়োজনের ব্যথাতুর হাওয়া বইছে ঝিরিঝির।
অশ্রম্ন আর কতখানি পারে ভেজাতে ঊষর প্রান্তর,
যত খুশি ভাঙো হৃদয়, তবুও গড়বো তোমার ঘর
হয়তো ব্যর্থ হবে তপ্ত অশ্রম্নপাত, সকল আয়োজন,
তবু রেখে গেলাম ক্ষমার মিনতি- সবিনয় নিবেদন।