শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

রুচি

গোলাম কিবরিয়া পিনু
  ০৫ জুলাই ২০২৪, ০০:০০
রুচি

আপনি গাছে ছিলেন

\হবাগানে ছিলেন

\হবনে ছিলেন,

ভালোই ছিলেন।

এই মধুমাসে

\হভূতগ্রস্ত হয়ে

কখন যে পাকা কাঁঠাল হয়ে

নিজেকে বাজারে তুললেন!

আর তখন ক্রেতারা উৎসুক হয়ে

\হআপনাকে কিনতে চাইলেন!

অতঃপর কিনেও ফেললেন-

কিনে ঘরে নিয়ে এসে

\হআপনাকে ভাঙলেন!

আর তখনই-

মাছিদের বোঁ বোঁ শব্দ বেড়ে গেল!

একেকটি কোয়া ক্রেতা মুখে তুলবার আগে

এতটা মাছির আনাগোনা!

এত মাছি কোথা থেকে এলো?

আস্তাকুঁড় থেকে?

\হছাইগাদা থেকে?

\হথুকদানি থেকে?

\হডাস্টবিন থেকে?

মাছিদের সামলানো যাচ্ছে না!

মক্ষী ও মক্ষিকা মিলে সংসার পেতে বসল!

এক সময় মাছিরা দখল নিল পুরোপুরি

তখন শুদ্ধতা থাকল না,

\হআসলত্ব রইল না,

\হমৌলিকতাও হলো উধাও!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে