বুক পকেটে দীর্ঘশ্বাস

প্রকাশ | ০৫ জুলাই ২০২৪, ০০:০০

অলোক আচার্য
যেভবে চেয়েছিল যুবক হতে পারত সব শরীর থেকে শেষ জলবিন্দু নেমে গেলে যুবকটি ভারমুক্ত হয়। মেয়েটি তখন সবুজ পাতায় ঘর বাঁধে। যুবকটি হতে পারত ওর রোমিও অথবা দেবদাস বাবলা কাঁটার খোঁচা এড়িয়েও ঢেকে ফেলা যেত তার দীর্ঘশ্বাস। পারেনি সে, পারত কি কোনোকালে? হাওয়ায় ভাসা পাখাগুলো ধরা কি অত সহজ ছিল? সস্তা বাদাম হাতে, বুক পকেটে একরাশ ক্লান্তি নিয়ে মেয়েটির দীর্ঘশ্বাস মোছার দায়িত্ব! যেভাবে চেয়েছিল যুবক, হতে পারত?