শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

মেঘমেদুর বর্ষা

নাসরীন রীণা
  ২৮ জুন ২০২৪, ০০:০০
মেঘমেদুর বর্ষা

এ ধরায় তুমি এসেছ মেঘমেদুর বর্ষা

পেলবতা ছুঁইয়েছো প্রান্তরে

নিসর্গ বরণ করলো তোমায় হলদে কদম ফুলে।

মেঘমলস্নার এনেছে বরিষণ

বাজনা বাজালো ঘন দেয়া

আচম্বিতে দ্বীপ জ্বালালো বিজলী

কি অপরূপ রূপ তোমার!

সজীবতায় ভরেছো বেলাভূমি

মেঘের কান্নার জলশাড়ি পরেছে কি ধরা?

নাকি বুটিদার ওড়নায় জড়ালো প্রকৃতিকন্যা নিজেকে ?

স্নিগ্ধতার সিনান হয়েছে তার

নির্মলতায় পরিপূর্ণ শোভা

কনক প্রভা হাসি।

এ রূপে এতটাই লাবণ্য; ঔজ্জ্বল্যতায় পরিপূর্ণ।

ভেজা ভেজা শিহরণ সারা বেলা

তুমি মোহিনী মেঘমেদুর বর্ষা

ছুঁয়ে থাকো আরও কিছু সময়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে