বৃষ্টির সুবাস বাতাস বেয়ে দুয়ারে উপস্থিত
সজল শ্যামল ঋতু রাজের বর্ষা,
দিনমান নানা ছন্দের বৃষ্টি আর মেঘের ডমরু
প্রেমিকের বিরহকাতরতা
ময়ূরের পেখম মেলা খিচুড়ি-ইলিশ।
বৃষ্টিস্নাত কদম বা দোলনচাঁপার গুচ্ছ
নদী-খাল-বিলের নতুন পানিতে
ফুটতে শুরু করেছে জাতীয় ফুল শাপলার দল।
বর্ষার কাব্যিকতায় যাদের লিখনী মুগ্ধতা ছড়ায়
রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম।
রবীন্দ্রনাথের ঋতুরাজ কিংবা নজরুলের
মাহাত্ম্যকীর্তনে ফুটেছে বর্ষার অমীয় সৌন্দর্য
বর্ষার সজল, শ্যামল রূপ অনন্যতায় ভরপুর।
ধানের ক্ষেতে রৌদ্র-হাওয়ার
লুকোচুরির মতো অপার্থিব দৃশ্য।