শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

কান্না পেলে তোমাকে ডাকি না

দীপান্বিতা পালিত
  ২৮ জুন ২০২৪, ০০:০০
কান্না পেলে তোমাকে ডাকি না

তোমাকে কখনো পাছে ভুল নামে ডেকে ফেলি?

তাই আর ইদানীং, শরীরে কার্পণ্য করে, বিনয়বশত

মিথ্যা পরিচয় এঁকে রাখি না নিজের।

মেলা তো বয়স হলো,

যেমন গড়ায় বেলা রোদে-জলে তেতে আর ভিজে।

আগামী আঁধার আরও পূর্ণতর হলে

কোথায় দাঁড়াব, বলো, অন্ধ অনুসারী সেজে

অহঙের পিছুটান ছাড়া?

অনেক তো ভান হলো,

যেমন শীতার্ত রাত কম্বলের কোনা ধরে টানে।

ভোর হলে লঘুপদে কুসুমে পলস্নবে

কোন মুখে বলো, আর সযতনে তোমাকে সাজাব

সাবেক উপমাগুলি দিয়ে?

ইদানীং তাই আর কান্না পেলে তোমাকে ডাকি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে