ভাবনা

প্রকাশ | ২৮ জুন ২০২৪, ০০:০০

শাকিলা নাছরিন পাপিয়া
ধোঁয়া ওঠা গরম চায়ের পেয়ালা হাতে টিভিতে মনোরম দৃশ্যে মুগ্ধ নেতা। রাস্তাঘাট, ঘরবাড়ি, একাকার, থৈ থৈ পানি আর পানি বৃষ্টির টিপ টিপ ঝরে পড়া চোখ জুড়ায়, মন ভুলায়? স্রোতের টানে ঘূর্ণির বানে সে কি অপরূপ শোভা? গরু ছাগল, হাঁস, মুরগি মানুষের মিলন মেলা ভেলায়? খিচুড়ির মৌ মৌ গন্ধে বিমোহিত নেতা ভাবেন, আহা মানুষের কত কষ্ট!