শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

জোছনা বমি

জসীম উদ্দীন মুহম্মদ
  ২৮ জুন ২০২৪, ০০:০০
জোছনা বমি

একটা অশরীরী ভালোবাসার কথা না বললেই নয়

আজ আমার দ্বিতীয়বারের মতো জোছনা বমি হবে

অথবা হয়েছে! রোড় টু ময়মনসিংহের ইঞ্চি ইঞ্চিতে

ভূমিতে, সে জোছনার দাগ লেগে লেগে আছে!

অনেকেই অভিযোগ করে থাকেন আমি কেবল জীবন

ঘনিষ্ঠ কবিতা লিখি, ভালোবাসার কবিতা লিখি না

জীবনের সামিয়ানা গলে বেরিয়ে আসা আকস্মিক

জোছনা বমির কথা তেমন একটা বলি না!

আসলে আমি এখনো ভালোবাসার সংজ্ঞাটি বুঝি না

কাকে বলবো, সে ভালোবাসা আমার জন্য নয়,

যে ভালোবাসার কবিতা লিখলে শুধু জোছনা বমি হয়!

একদিন একজন ভালোবাসার মানুষকে বলেছিলাম,

তোমার ঝিলিক ঝিলিক শহরের চেয়ে আমি লেংটা

গ্রামকেই বেশি ভালোবাসি..জানো, যেদিন ভালোবাসা

আমাকে গেঁয়ো বলে উপহাস করেছিল, সেদিনই

আমার জীবনে প্রথম জোছনা বমি হয়েছিল!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে