এক সন্ধ্যালোকে
প্রকাশ | ২৮ জুন ২০২৪, ০০:০০
নাসিমা খান বকুল
সন্ধ্যার অন্ধকারে বসে আছি দুজন
কিছুক্ষণ আগে সিঁদুরে আমের মতো
খেলে গেছে শেষ বেলার মিঠে রোদ,
আমরা তাকিয়ে থাকি বিমুগ্ধতায় পরস্পরে
সবটুকু ঐশ্বরিক আলো আমাদেরই চোখে,
ঠোঁটে লেগে আছে মায়াময় কাঙ্ক্ষিত তৃষ্ণা।
ঘোর কাটিয়ে বলে উঠি 'ভালোবাসো'
তুমি নিশ্চুপ মনে ডুব দিয়ে যাও
সন্ধ্যালোকের মতো ছড়িয়ে দীপ্তি,
শান্ত মুখে যেন গহিন বনের নীরবতা,
ঝরাপাতার মতো হঠাৎ করে ঝরে
তোমার অতুলনীয় হাসিরছটা।
আকাশের দিকে দুহাত ছড়িয়ে
ছুড়লে শব্দ তুমি কাঁপানো চিৎকারে-
খুঁড়ে পাওয়া ঝর্নার জলের মতো
ছলকে আসে তোমার অমোঘ বাণী-
ভালোবাসি... ভালোবাসি.., ভালোবাসি!
কাচের শব্দের মতো ভেঙে পড়ে নীরবতা
প্রতিধ্বনিত হয় পাহাড়ের মতো
প্রাণের মাঝে বেজে ওঠে রাগশ্রি,
যেন দুটি মন নেচে ওঠে ময়ূরের মতো,
নীরে ফেরা পাখিরা ডানা ঝাপটায়,
আকাশে জেগে ওঠে রংধনু
এ যেন দুজনের মনের ক্যানভাস
ছাড়িয়ে দূরে ওড়ে স্বপ্নের বলাকা।
কোনো ব্যস্ততা নেই আর এই সন্ধ্যালোকে,
সমর্পণ আরক ছড়ায় জোৎসনার মতো।
ঈপ্সিতেরে পেয়ে যেমন বারবার ডুবে খোঁজে
নতুন ঠিকানা দুজনের দুঃখ-সুখের জলছাপ।