আগুন পাখির রক্ত চক্ষুর রুদ্রতাপে
সদ্যভূমিষ্ট শিশুর ছাতি ফাটে,
বনে-বাদারে মুষড়ে পড়ে কদম কেয়া-
মুখে থোকা থোকা বিষণ্নতা,
বাতাসে নেই সান্ত্বনা জানাবার ভাষা।
বিবর্ণ চোখ অবারিত ধূসর,
হা-পিত্তেস ওঠা প্রাণ থেকে
খুলে পড়ে কষ্টের নির্জীব পলেস্তারা।
হঠাৎ শ্যামা মেয়ের তান্ডব নৃত্য,
চারিদিকে হৈ-হৈ রৈ-রৈ নিক্কন,
থেমে থেমে বিদ্রোহী কণ্ঠে চিৎকার,
গগণবিদারী হুঙ্কারের প্রকম্পিত তরঙ্গ
ছিটকে পড়ে নিথর অরণ্যের ভিতর,
বরফ জমাট এলোকেশ গলে
অধর চুঁইয়ে নামে প্রশান্ত উচ্ছ্বাস।