অন্তত পক্ষে কেউ না কেউ, আজ একবারের জন্য হলেও আমার কথা ভাবুক। হৃদয় তোলপাড় হোক। জানালার গ্রিল ধরে তাকিয়ে থাকুক দূর দিগন্তে দীর্ঘসময়। অনাবিল ঘোর নেমে আসুক চারদিকে। চোখের ক্লান্তি হারিয়ে যাক। অস্থিরতায় ভুল হয়ে যাক সরল অংকগুলো। মনের অজান্তে উচ্চারণ করুক, আমার ছদ্মনাম। বারবার অভিমান হোক। টোলপরা গালে কালো মেঘের অন্ধকার নেমে আসুক। কিছু সময়ের জন্য হোক আমার অভাবে ছটফট করুক সে। একবারের জন্য হলেও ভাবুক, একটা দিন মুখোমুখি বসে থাকার বর্ণিল ভালোবাসার রূপের কথা। অথচ আমি নেই। আমাকে না পাবার বেদনায় তার চোখের কোণে জল জমুক আবার।