জীবন স্মৃতির প্রিয় রাজশাহী আমার

প্রকাশ | ২৮ জুন ২০২৪, ০০:০০

জহীর হায়দার
ভাবছি বসে, হঁ্যা, নিশ্চুপ নিঃসঙ্গ বসে শুধু ভাবছি আজ, নিঝুম সেই আমার অনন্য স্মৃতিঘেরা জীবনে আর কি দেখা হবে? নিবিড়, মোহাচ্ছন্ন সুপ্রাচীন রহস্যের সেই অদ্ভুত গাম্ভীর্যে মোড়া রাজশাহীর মুক্ত কবিতার সেই সুশীতল আকাশের সঙ্গে ? নীরব নিঃসঙ্গ সন্ধ্যায় একান্ত গোপনে কথা হবে কি আর, স্বপ্নমুখর, জীবন্ত অদ্ভুত সেই বৃক্ষদের সঙ্গে ? ভাবছি আরও, সবিনয়ে, শ্রদ্ধা ভরে আর দাঁড়াতে পারব কি শূন্যতার এ বিদগ্ধ জীবনে অসম্ভব ভাবগাম্ভীর্যময়, বিনিদ্র, সুদূর অতীতের সেই পাথরস্তব্ধ, ঘন-রহস্য জড়ানো নীরব নিথর শাহ্‌ মখদুম মাজারের ছায়াঘন, নিঝুম সেই আঙিনায় : হঁ্যা, নিশ্চুপ, নিঃসঙ্গ নীরব অস্তাচলের করুণ এ জীবনে দেখা হবে কি আর কোনো দিন মাধুর্য ভরা শ্যামল মেঘের অপরূপ পৃথিবীর তীর-ভাঙা সেই পাগল নদী ঝলমলে সেই পদ্মার সঙ্গে ? হঁ্যা, নিঃসঙ্গ বসে ভাবছি নিশ্চল এ আমি আজ, দেখা কি হবে আর কোনো দিন নিস্তব্ধ মহা সুদূরের সেই রাঙানো যৌবনের প্রেম-জোসনায় ভরা মনোমুগ্ধকর, অগণিত কবিতার হারিয়ে যাওয়া সেই রাত্রির সঙ্গে ? কী বলো তুমি রাজধানীর শ্বেত-শুভ্র আকাশ ... বলো, হবে কি দেখা, আর কোনো দিন...?