কিছুই কি নেই আর? না প্রণয়- না শূন্যতা।
তোমার চোখের কোণে জমা আছে মেঘ,
জমা আছে সময় ও নিয়তির গূঢ় অন্ধকার।
আমি কি দেখিনি উৎসে? তোমার বিচ্ছেদ
আর না বলার কথার হিসাব, বাতাসের চোখ।
তবু আমি রুদ্ধবাক- আজ শুধু ভাঙুক আকাশ,
বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়ুক আলোর বাতি।
ওই টুকু পথ আমি জেনে গেছি বিচ্ছেদের মাঠ,
কি করে পালাই বলো- তুমি আমি বড়ই রঙিন।