নীল মেঘ ছুঁয়ে

প্রকাশ | ২১ জুন ২০২৪, ০০:০০

মমতা মজুমদার
রাধাচূড়া মন, ক্রমশ রঙিন হয়ে ফুটে তোমার বাগানে। এক মুঠো বৃষ্টি এলে ভিজবে বলে এক সাথে। পৃথিবী রাঙিয়ে তুলবে ভালোবাসার স্বপ্ন ছুঁইয়ে। সাজাবে ছোট্ট একটা কানন ফুলে ফুলে, দুঃখদের দূরে সরিয়ে, গাইবে সুখের গান নব জীবনে! দুয়ারে প্রেমের সুধা ঢেলে দেবে দু'টি হৃদয়ে। সুখের দোলা লাগবে এই মন পবনে, তিয়াসা মিটে যাবে ভালোবাসার কলেস্নালে ভেসে। স্বপ্নে বিভোর হয়ে কাটিয়েছি কত নির্ঘুম রাত জেগে! সে কথা জানলে না তুমি, জানল না কেউ এই শহরে! ধোঁয়াশা প্রেম রং মেলে আজ, রাঙিয়ে গেছে আমাদের নীল মেঘ ছুঁয়ে। ইচ্ছে ডানায় রোজ ভর করে করে, আর কত সুখ কুড়াবে তুমি হৃদয়ের উদ্যানে!