সুখের ঠিকানা
প্রকাশ | ২১ জুন ২০২৪, ০০:০০
দেলওয়ার বিন রশিদ
বিস্তৃত শস্যের মাঠজুড়ে
বাতাসের ঢেউয়ের দোলায় দোলে
সোনালি ধানের শীষ,
উতলা হয় উড়ে ধান শালিক কৃষকের স্বপ্ন আশা যেন নতুন করে প্রাণ পায়।
মাঠের গা ঘেঁষে বয়ে চলা নরসুন্দা নদী,
বড় বেশি নিরীহ শান্ত
সরল মেয়ের মতো এঁকে বেঁকে বয়ে চলে
দু'কূলে ঐশ্বর্য সম্ভার সুখের ঠিকানা, স্বপ্নের আলোকছটা।
এইখানে সবুজে তৃণলতায় ভালোলাগা সুখের নতুন অনুভব ছড়ায়,
হাসি আনন্দ খেলা করে প্রতিদিন।
ফসলের হাসিতে ফুলের সৌরভে পাখির গানে
এইখানে এই বাঙলায় জীবন বড় সুন্দর।