রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ফটো শিল্পের অধিকার

বজলুর রশীদ
  ২১ জুন ২০২৪, ০০:০০
ফটো শিল্পের অধিকার

ক্লান্ত শ্রমিকের মতন আমাকে

শহরে থাকতে হবে নিয়মবন্দি জীবন।

জেগে থাকে মততার উন্মীলিত চোখ...

অভিমানী ধুলো মেখে শুয়ে থাকে

ফটোগ্রাফারের ইতিহাস

চোখে এখনো জাগে স্বপ্নিল জলছবি।

কতটুকু ইতিহাস উদ্ধারে রয়েছি

ভক্তিস্মরে শ্রদ্ধায় একাত্তর পড়ি,

কতটুকু জানতে ইচ্ছে জাগে

আমাদের একজন 'পাভেল রহমান' আছে

সম্মুখে অবারিত স্বপ্নের স্বাধীনতায়।

তবুও আঁধারে নেশা গিলে

বিলায় রাতের নির্যাস,

এইটুকু খোঁজ রাখতে কপাট খুলেননি কেউ

সামনে পড়েননি কেউ স্বপ্নসাধ উড়ছে আকাশে

'হামার' সন্তান, কারো ভাই ভালোবাসার পাঠ।

আমরা খোঁজ রাখি ঠিকই,

ভিনদেশি ভাষা, সুরের গান...

কতটা যে ডলার খরচ করতে পারি

তারও হিসেব কেউ রাখি না।

অতঃপর, সবকিছু একদিন বদলে যায়

সৎ প্রতিজ্ঞায় ফিরে আসে একুশের ভোর।

ফাগুনবাতাসে জাগে একুশের গান...

ছড়িয়ে যায় ফটো শিল্পের অধিকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে