বিধ্বস্ত নগরের কথা

প্রকাশ | ২১ জুন ২০২৪, ০০:০০

শাহনুর আলম
আমি এক বিধ্বস্ত মানব আমার দেহ বিধ্বস্ত, মন বিধ্বস্ত বিবেক বিধ্বস্ত গাজা শহরের মতো বাইরে-অন্তঃপুরে হরদম চলে ধ্বংসলীলা। মৃতু্য উপত্যকা আমার বিশ্রাম ঘর টাটকা রক্ত আমার সিঁথির সিঁদুর যমদূতের সাথেই করি জীবনযাপন লীলা নিত্য চলছে এভাবেই, হয়তো চলবে। হয়তো অমিত বেগে ঘুরতে ঘুরতে একদিন এ শহরের সবকিছু ধ্বংস হবে হয়তো ধ্বংসস্তত্মূপেই জন্ম নিবে নতুন প্রাণ!