রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

সেই পাহাড়ি কন্যা

রফিকুল নাজিম
  ২১ জুন ২০২৪, ০০:০০
সেই পাহাড়ি কন্যা

তোমার পাহাড়ে কি এখনো বৃষ্টি হয়

এখনো কি জারুলের পাতা চুইয়ে পড়া জল

তোমার গাল ভিজিয়ে দেয়?

এখনো কি বখাটে হাওয়া তোমার শাড়ি উড়িয়ে নিতে চায়?

এতসব দুষ্টুমির ভেতরও তুমি কী করে এত সৌম্য সুন্দর!

তোমার গালে টোলপড়া সেই হাসি- কেমন আছে

কেমন আছে পদ্মদীঘি চোখ;

চোখের তারায় এখনো কি নয়নতারা ফুটে?

গুনগুনিয়ে বুনো ভ্রমর আসে?

যত্তোসব উত্ত্যক্তের ভেতরও

তুমি কী তুমুলভাবে উপভোগ করতে জানো!

তোমাকে দেখে আসার পর থেকে

এই শহরটাকে কেমন পর পর লাগে

কেমন যেন অদৃশ্য একটা টান; পাহাড়ের ডাক....

একদিন সব ছেড়ে চলে আসবো তোমার পাহাড়ে

সেদিন তোমার চুলে রক্তজবা গুঁজে দেব

তারপর জুম বৃষ্টিতে ভিজে ভিজে

পাহাড়টাকে আলিঙ্গন করব দু'জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে