কৃষ্ণ দ্রাক্ষার বাগান

প্রকাশ | ২১ জুন ২০২৪, ০০:০০

বিশ্বজিৎ মন্ডল
১. পাষন্ড শেয়াল নইথথথ ভুলেও কখনো যাইনি, প্রতিবেশীদের দ্রাক্ষা বনে নিরন্তর অপেক্ষাতে ঝরে পড়ে, নষ্ট ফল... আত্মহননের পর কে খোঁজে, জ্যোৎস্না তুতো চাঁদ? কালকেতুর মতো সারাদিন মৃগ অন্বেষণ... কোথায় স্বর্ণগোধিকা? কোথায় কলিঙ্গের রাজ শিরস্ত্রাণ? দেবীর ক্ষোভে কখনো নামেনি অকাল বৃষ্টি অকৃতজ্ঞ চাষার মতো বিরলকর্ষণে সাজিয়েছি কৃষ্ণ দ্রাক্ষার ক্ষেত ২. নক্ষত্র থেকে খসে পড়ে জন্মবীজ... ভ্রূণে লেখা অলিখিত ভাগ্য রেখা নিয়ে ছুটে যায় অপ্রাজ্ঞ গণৎকার বিচার পর্বে লেখা মৃতু্যদন্ড নিয়ে হাসছে অবয়ব তখন অদূরে আঙুর ক্ষেতে জেগে ওঠে থথথথ ফাঁসুরের ডাক