রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

কত আনন্দ এই পৃথিবীতে

দিলীপ কির্ত্তুনিয়া
  ২১ জুন ২০২৪, ০০:০০
কত আনন্দ এই পৃথিবীতে

কত আনন্দ এই পৃথিবীতে!

এই আনন্দ রেখা ছুঁয়ে আমরা থাকি।

এই আনন্দের চন্দন গন্ধ সারা গায়েতে মাখি।

কেউ কেউ তুলে নিয়ে যায় বুক পকেটে।

ঘরের টেবিলে কেউ কেউ সাজিয়েও রাখে।

কত আনন্দ এই পৃথিবীতে !

এত আনন্দ এই ধরণির মায়াবী বুকে!

কোথাও খালি নেই কোনো স্পেস্‌

পৃথিবী যেন ভরা সুখে।

পৃথিবীর লাল-সবুজে ভরা আনন্দ

পৃথিবীর কালিতেও যেন অনেক আনন্দ

এত হাসি গান উলস্নাসে ভরা

মনে হয় পৃথিবীর দুঃখ কোথায়!

গাছের শাখায় থোকা থোকা

জীবন হাসছে।

মানুষের মুখে নদীর ঢেউয়ের মতো

পুষ্প ভাসছে-

জীবনের এত রসালো আয়োজন

সিঁড়িতে উঠতে নামতে।

আমরা পলায়নপর হলে কী হবে

আনন্দ আমাদের পিছু ছাড়ে না।

কত আনন্দ এই পৃথিবীতে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে