আবু হেনা মোস্তফা কামালের কবিতা

প্রকাশ | ২১ জুন ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
ঈদ মোবারক ঈদ ঈদ মোবারক ঈদ, চক্ষু ভরা নিদ, নাক ডেকে ঘুমাচ্ছি! ঘুমের ভেতর গান, নিঠুর কালা চাঁন, চোখ ঢেকে দুমাচ্ছি! সকাল ভাঙা ঘুম, নামাজ পড়ার ধুম, আমি সাচ্চা নামাজি! নামাজ পড়ার পর, ফিরবো আপন ঘর, সবার কত্ত কামাজি! ব্যস্ত বাড়ির খুলি, নানান কথার ঝুলি, বন্ধ আমার মুখ; মুখে ঠোঁটের আগা, গায়ে শক্তি লাগা, বুকে দ্বন্দ্ব সুখ। স্বপ্নে বিভোর মন, আবোল তাবোল ক্ষণ, স্বপ্ন ভেঙে চুর! চক্ষু ভরা নিদ, গোশত খাওয়া ঈদ, ঘুমে খাচ্ছি চানাচুর! মিয়ারাই সব খাচ্ছে গিলে মিয়ারাই সব খাচ্ছে গিলে, আমরা খাবো কি? সম্পদ এখন চোখের পানি এবং নাকের ঘি! নাকের ঘিয়ের নোনতা স্বাদও এখন শ্যাপশ্যাপা, এদের ঠেলায় আর জোটে না, শুঁটকি মাছ চ্যাপা। মুখের কথার মিষ্টি রসে, রাঁধে দুধের ক্ষীর! কথায় নীতি, মুখের হাসি, যেন জ্যান্ত পীর! এক মিয়াতে হাজার মিয়া, সবার কর খোঁজ; খুঁজলে খুঁজে পাবে নতুন-নতুন মিয়া রোজ। বাপের বেটা শখ বাপের বেটা শখ করেছে, কিনবে গরু ছাগল; কিনলো ছাগল লাখ এগারো, ছেলেটা কি পাগল! বাপের কথা ভাবলো না সে, লইলো শুধুই ভাব; ভাব দেখাতে ভুলেই গেল, রাজস্বে তার বাপ। অবুঝ ছেলে জেদ ধরেছে, বাপের কামাই ভালো; দুই ছাগলের ভিডিওতে, ফেসবুকে পেজ আলো। সেই আলোটা পড়বে কেন সাংবাদিকের চোখে? ভাইয়ো, এনা থামি থাকো, ভালো থাকুক লোকে!