প্রেম ও চাতুর্য
প্রকাশ | ১৪ জুন ২০২৪, ০০:০০
শাকিলা নাছরিন পাপিয়া
পাথর অহল্যা আমি
ঠাঁয় দাঁড়িয়ে অভিশাপে,
ক্ষয়ে ক্ষয়ে যাই
পাড় ভাঙা নদীর মতো পড়ি ভেঙে।
একটি শুদ্ধ হৃদয়
একটি শুদ্ধ স্পর্শ
একটি পূর্ণ নিবেদন তরে
কেটেছে অন্তকাল মম।
প্রেম ভেবে যতবার উঠেছি জেগে
আকুলতা, চঞ্চলতায় হয়েছি অধীর
ততবারই এসেছে মৃতু্য সন্তর্পনে
ততবারই দীর্ঘ থেকে দীর্ঘতর অপেক্ষার প্রহর।
তবুও বাড়িয়ে হাত
তবুও উন্মুখ হৃদয়
তবুও প্রেম প্রত্যাশায়
তোমাকেই খুঁজি, তোমারই প্রতীক্ষায়।