যুদ্ধক্ষেত্রে অদম্য তরুণ

প্রকাশ | ১৪ জুন ২০২৪, ০০:০০

ফারহানা তানিয়া
সেদিনের ছোট্ট ছেলে- আর তাকে কি না যেতে হলো যুদ্ধে! \হতারুণ্যে উচ্ছ্বল তবু হৃদয় থেকে যেন হচ্ছে রক্তক্ষরণ। \হবাবার হাত ধরে সে যুদ্ধে গেল। \হজন্মভূমিকে স্বাধীন করবে বলে \হপ্রিয় প্যালেস্টাইন- ছেলেটির পনেরোতম জন্মদিনে বাবা যুদ্ধে শহীদ হলো। \হসে মাকে দেখতে বাড়ি এল। বাড়িতে দারিদ্র্যের ছাপ। খাদ্য, বস্ত্র, আনন্দ নেই। \হছোট ভাই-বোনেরা সারাক্ষণ কাঁদে। \হদুঃখ-বেদনায় মাতৃহৃদয় রক্তাক্ত। \হযখন বিদায় নেবার সময় হলো। \হনিয়তির কি নিষ্ঠুর পরিহাস! \হছেলেটি বাবার পোশাক পরেছিল \হঅবিকল বাবার মতোই দেখাচ্ছিল তাকে \হযেন যুদ্ধে শহীদ হবার জন্য প্রস্তুত। মা ছেলেকে জড়িয়ে ধরে চোখের পানিতে বিদায় দিল। \হঅতীত হানা দেয় বারবার \হবাবা যা চেয়েছিল ছেলেকে তা \হএগিয়ে নিয়ে যেতে হলো।