অঢেল বৈভব যদি না থাকে তোমার
দাম নেই পৃথিবীতে,
নিঃস্বের কেবলি কষ্ট আর অন্ধকার
কেউ করে না সম্মান
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত ও শীতে,
ভালো খাওয়া পেলেই ভালোবাসা ঘোরে
ঢের পাওয়া নিয়েই হাসে লোকে,
স্বার্থান্বেষী ভিড় করে অম্স্নান স্বার্থের মোড়ে
চাওয়ার চিন্তা নড়ে ওঠে তাদের দু'চোখে,
চাওয়া পাওয়া ছাড়া বন্ধন থাকে না টিকে
এতিমকে ডাকে না সমাজ-দেশ,
'সঞ্চয়' কাউকে দিলে লিখে
মনে রাখে শেষমেশ।
জীবন মানেই শুধু বিনিময়
শর্তে ভরা যেন চিরকুট!
নিকটে প্রলয় মহাভয়
চায় না খুলতে কেউ সোনার মুকুট।
যদি থাকে সম্পদ অঢেল
ভেল মানুষেরা কাছে এসে করে বহু খেল।
নিঃস্বের কেবলি কষ্ট আর অন্ধকার
এপারে হতাশা ওপারেও হাহাকার।