আবু হেনা মোস্তফা কামালের কবিতা
প্রকাশ | ১৪ জুন ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
সততা আমার সততা
পোশাকে আর মুখের বুলি, ফেরেশতাকুল মানবে হার!
কাজের বেলায় নীতি কথা, হারিয়ে কোথায় যাচ্ছে তার?
চোর ছ্যাচোরও অনেক ভালো, ভদ্র ডাকাত সাজে না।
টাকার নেশায় এতই বিভোর (অন্তরে) ধর্ম নীতি বাজে না!
আমি এবং আমার বিভাগ, দুর্নীতি তো করে না!
নীতির সাথে নাইতো আপস, টাকা ছাড়া নড়ে না!
সততা মোর, হায় সততা! আহা কি সুখ টাকার ঘ্রাণ!
শয়তানও তো লিডার ছিল, ফেরেশতাদের জাতির প্রাণ।।
অসময়ে করি লেখালেখি
এত কিছু সামাল দিয়ে, লিখছি, লেখা হয় ছাপা।
লেখালেখির সময় কোথায়? জিজ্ঞাসিল এক আপা।
আমার প্রতি দরদ অনেক, ভাইকোনা তার রাতকানা!
অসময়ে লিখছি আপু, লিখতে তো আর নেই মানা?
সময়ের গান অসময়ে, ধেরে গলায় সা রে গা!
ছুঁ মন্তর ছুঁ দিয়ে দেই- যা লেখা তুই হয়ে যা!
ঘুম কাতুরে মানুষ আমি, স্বপ্ন-ঘুমে হয় দেখা,
স্বপ্নজালের ম্যাজিক দিয়ে, লিখছি এবং হয় লেখা।।
চোর ডাকাত পুলিশ
কী আর এমন করছে বাবু? কষ্ট করে কামাইছে!
নিন্দা কথা, মন্দ কথা চায়ের কাপে নামাইছে!
মিষ্টি কথায়, পা চেটেও উপর মহল থামাইছে!
চোর ডাকাতের এমন দেশে, শুধুই এখন তাহার দোষ?
রিস্ক নিয়ে যে কয়টা টাকা গড়ছে তাতেই কানাঘোষ?
এত বিষয় থাকার পরও তার বিষয়েই জনরোষ?
কোটি কোটি টাকা তাকে কে দিল তার নিচ্ছো খোঁজ?
ডাকাতগুলো থাকছে আড়াল, চোরগুলোকেই মারছো রোজ