কোলাহল

প্রকাশ | ১৪ জুন ২০২৪, ০০:০০

বাবুল আনোয়ার
ঝুলে আছে অন্তহীন বিষাদের রাত শিউলির গন্ধে ভেজা বিনীত সকাল চোখের কোটরে ঝিমানো স্তব্ধতা করতলে বন্দি সাগরের দোলা সুন্দরবন অথবা আমাজনের নিষাদ বিরাগে উজাড় গুচ্ছ গুচ্ছ গান বৃষ্টির ফোঁটায় দগ্ধ অন্ধ রোদের ঘ্রাণ কেউ নেই কাছে অদূরে অম্স্নান কেউ ডাকেনি অহর্নিশ উৎসব ফাগুনে না সমুদ্র না অগদ বিরূপ কোলাহল।