দৈত্য
প্রকাশ | ১৪ জুন ২০২৪, ০০:০০
আশিক আজিজ
দুপুরের ভাঙা রোদের ছায়া হয়ে
দৈত্যটা হানা দেয় হৃদস্পন্দনে
কাচভাঙা শব্দে কখনো ঝড় তোলে
তাড়িয়ে বেড়ায় মরুর বালুচরে।
দৈত্যটা কখনো সাদা পোশাকেও
পেত্নি হয়ে
ঘুমের রাজ্যে কড়া নাড়ে
জলের ছায়ায় নূপুরের আসর জমায়।
দৈত্যটা কখনো কানাওয়ালার বেশে
বসে থাকে রাস্তার মোড়ে
পথ ভুলায় ভরা পূর্ণিমায়ও।