রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

অপরিণত ফুল

রশিদা আখতার
  ০৭ জুন ২০২৪, ০০:০০
অপরিণত ফুল

কবিতা লিখতে জানি না আমি পড়তে ভালোবাসি,

স্বপ্নের এলোমেলো ভাবনাগুলো সাজাই পাশাপাশি।

খেলার সাথীরা দলে দলে তারা যায় স্কুলে

অনুমতি নেই কো আমার, বন্দিনি চার দেওয়ালে।

গান গাহিতে পারি না মঞ্চে শিল্পী আমি নই

বেদনাবিধুর মনের যাতনা কাহারে জানাই।

ডানা মেলতে পারি না আকাশে শুধুই ঘুড়ি ওড়াই'

ঠিকানাবিহীন বডিল চোরাবালিতে নীড় বাঁধি তাই।

প্রতিবাদ করতে পারি না গুমরে গুমরে কাঁদি

বালিশের ফাঁকে মুখটি লুকাই সান্ত্বনা পাই যদি।

সংসার গোছাকে জানি না, পুতুল খেলা করি,

বাল্য বয়সে 'মা' হয়েছি, বাঁচিয়াও গেছি মরি।

মায়ার বাঁধনে নিজেকে জড়ায়ে ভুলের মাশুল গুনি

চারদিকে নাপারার গস্নানি আর ব্যর্থতা শুনি।

একটু ভালোবাসা স্নেহের ছায়া খুঁজি

ডেকে ডেকে ক্লান্ত 'মা গো' পরপারে গেছ বুঝি।

শ্বশুর বাড়ির কড়া শাসনে শুকনো হয়েছে মুখ

দিনে দিনে মোর বেড়েছে দুঃখ, পাইনি কখনো সুখ।

\হঅঙ্কুরেই বুঝি ঝরে যাবে ফুল, ক্ষীণ হয়েছে প্রাণ,

কুসংস্কার ও সমাজের কাছে অসহায় নারীর বলিদান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে