রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

আমি হিংসুক হব

আয়শা সাথী
  ০৭ জুন ২০২৪, ০০:০০
আমি হিংসুক হব

আমি হিংসুক নই,

নই নিন্দার চাদরে আগাগোড়া মোড়ানো কোনো নিন্দুক।

তবুও তোমায় আমি হিংসে করব

ছুড়ব নিন্দার নীল বিষে নিংড়ানো নিন্দাজল।

কোটি মানুষের ভিড়ে যদি একজনও

তোমার হিংসুক না থাকে

তথাপি আমি বিরুদ্ধাচার করব তোমার।

ঘৃণায় ঘৃণায় আপাদমস্তক ঘৃণ্য করে তুলব তোমায়!

গলা অবধি অবিশ্বাসের গলদ্ঘরণ করে

ঈর্ষার বমি করব তোমার নামে।

যে শহরে তোমার বাস হবে

'বেইমান' নামক শিসায় দূষিত করে তুলব

সে শহরের আকাশ বাতাস।

অভিধানে ইবলিশের জন্য 'ক্ষমা' শব্দটি বরাদ্দ রাখলেও

তোমার নামে একটি বর্ণও সংরক্ষিত রাখব না!

যে চোখে প্রতি অহে গুপ্ত প্রার্থনার জলছবি আঁকি

যে মনে আজন্ম খুঁজি আমার একচ্ছত্র জবরদখল,

ওই চোখে, ওই মনে ভুলের ভুলেও যদি

অঙ্কিত হয় অন্য কোনো পদচারণা-

বিশ্বাস কর,

তুমি একমাত্র প্রতিষেধক হলেও

আমি মৃতু্যর কালো ছায়া ছুঁয়ে যাব নির্বাক্যে,

তবুও তোমাকে ছুঁয়ে দেখব না!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে