অভিমান থেকে যায়

প্রকাশ | ০৭ জুন ২০২৪, ০০:০০

কবির সুমন
স্মৃতির খেলাঘরে অভিমানেই কেটে যায় অগোছালো ছন্নছাড়া জীবনের গল্প। ফিরতি হাওয়ার কোলে জমানো প্রশ্ন নিরবতায় যত্রতত্র ভূমিষ্ট হয়ে নীরবে আছড়ে পড়ে অববাহিকায়। উত্তাল ঢেউয়ের তোড়ে আবেগ ছোটে অন্ধকার অমানিশায়। মনোরঞ্জনের ঘুম স্বার্থের দ্বারে বিদ্রোহের অনলে পুড়ে পৃথিবীর জরায়ুতে ঘুমায়। অতঃপর আমি আমরা সবাই অতলে তলিয়ে নিরুদ্দেশ জনম জনম বংশ পরম্পরায়।